|
---|
এখন দিনের মধ্যভাগ
প্রকৃতি আজ বেসামাল।
প্রকৃতিকে কাকপক্ষী চেনে
মানুষ সে তুলনায় চেনে কম।
সূর্য নিজেকে সরিয়ে নিলো,
আকাশ সাজলো ঘোর অন্ধকারে।
দুরুদুরু বুকের কলধ্বনি
কেউ খোঁজে আপন ছানা
কেউ খোঁজে সঙ্গিনী।
এলো বৃষ্টি
পুকুরের জলে বৃষ্টির ছন্দে
এলোমেলো আমি।
যদি কিছুটা ধার পাই,উদগ্ৰীব তাই,
কান পেতে শুনি ।
মসজিদের মিনারের চাঁদ তারায়
রুপালী আলো ঠিকরে পড়ে,
বিদ্যুতের ঝলক নয়।
এমন দৃশ্য দেখার সৌভাগ্য হয়,
বারান্দায় দাঁড়িয়ে আমি,
বৃষ্টির ফোঁটা আমাকে ছুঁয়ে যায়।