মুখোশ

মহঃ মাজহারুল আবেদিন

মুখোশ তুমি আড়াল তুমি তোমার ঝালর মস্ত,
তোমার আড়ে স্বরূপ কাউরি যায় কখনো অস্ত ।
তোমার রূপের ছিরি মহান আসন তোমার মুখে,
তোমার আড়ে কপট প্রেমিক মারছে ধোকা বুকে ।
অনেক নেতার নেতাগিরির পেছনে তোমার হাত,
তুমি নিজেই জানো না তো ঐ কপট নেতার জাত।
ভবের ধরায় নানান লোকে তোমার আড়াল খোঁজে,
পাপের রাশির মোড়ক লুকায় সাধু সঙ্গীর ভাঁজে ।
শিরনী বাঁটে প্রসাদ বাঁটে তোমায় মুখে প’রে ,
লক্ষ্য তাদের লক্ষ কোটি মজুত গোপন ঘরে ।
সাধুর বেশে অসাধুরা ধুর্ত বহুরূপী ,
জ্ঞানের মুখে মাতাল পর্দা পরায় চুপি চুপি ।
মুখোস তুমি কভু তুমি কাপুরুষের মুখে,
পশুপাখির মুখোশ দিয়ে নাটক চলে সুখে ।
নারায়নের মুখে তুমি শঙ্খচূড়ের ঘরে,
সতী তুলসী শঙ্খ জায়া নারায়নের বরে ।
এখন তুমি সাধুর মুখে অসাধুরও মুখে,
সবার মুখে আসন তোমার রাখছে তোমায় বুকে ।
তোমায় ক’জন চিনতো মুখোশ কোন্ বা কাজ সে করে,
করোনা না এলে তুমি পচতে সাজের ঘরে ।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x