হারানো দিন

মোঃ সেরাজুল আবেদীন

শৈশব, কৈশোর, হারিয়েছে, এখন বার্ধক্যের দুয়ারে
তবু কেন বারবার শৈশব মনে আসছে,
তখন বড় সুখেই ছিলাম বেশ,এত টাকা ছিলনা তবুও
যেন সতেজতা,সরলতা ভরে ছিল নিষ্পাপ হৃদয়ে।
ছোটো ভাইকে নিয়ে রেল দেখতে যাওয়া
কেবিন ম্যানের জোরে ছুটে আসা,ভয়ে পালানো,
জলপাই সবুজ বগি ভরতি রেলগাড়ি, ভীত মনে
কাঁদো কাঁদো হৃদয়ে দৌড়ে এসে মাকে জাপটে ধরা,
যেন কোনো যুদ্ধ শুরু হবার তোড়জোড়।
ভাই বোন মিলে চট পেতে পড়তে বসা
রাতে লন্ঠন চিরাগ নিয়ে আলো কমবেশীর ঝগড়া
সকালে বারান্দায় বই খাতা ফেলে গা ধুতে নদী যাওয়া
ঐসব আচরনের জন্য মায়ের কাছে শাসন খাওয়া,
এখন খুব মনে পড়ে বারবার,যেন তখনই ছিলাম বেশ।
দু কিলোমিটার হেঁটে হাটে চাল কিনতে যাওয়া
শুকনো পাউরুটি খেতে বড় মিষ্টি লাগতো,
দুভাই চাল কেনার লজ্জায় লোকের চোখের আড়ে হওয়া
অথচ চালের বস্তা কেনাটা আজ আভিজাত্য।
তামাক বেচে শীতে জুতো কিনে দেবার কথা বাবার
তার অনেক পরেও জুতো কেনা হয়নি,
বাবার হাসি মুখে আবারও সামনের বছরের প্রতিশ্রুতি
বড় হয়ে বুঝেছি, জুতার টাকা দিয়ে চাল কেনা
তবুও অভাবের মাঝেই যেন কত সুখ ছিল তখন।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x