প্রেক্ষাপট
সালেহা খাতুন

উড়িয়ে দিতে কেমন লাগে
প্রেক্ষাপটের ছবিগুলো!
ভাসিয়ে দিতে কেমন লাগে
কলার মোচার নৌকোগুলো।
শান্তির খোঁজে ক্লান্তি টেনে
জ্যোৎস্না ভেজা রাত্রি গোনো।
হজম করতে কেমন লাগে
খোঁচা মারা শব্দগুলো।
গলদঘর্ম এনে দেয়
তিক্ত অতীত ভাবনাগুলো;
কঠোর শাসনে বাধা আগার যখন
দীর্ঘশ্বাস পড়ে আকাশের আঙিনায়
স্বপ্নে দেখা অনেক ভোর
আচ্ছাদনে ঢাকা নতুন মোড়ক।
ডগমগ চোখে তাকিয়ে থাকো,
সমাদরের  ঝক্কি নেই, শুধু
কথনের চুলচেরা বিচার হোক।
ভ্রমরের ঝংকার বাজে না
তীরন্দাজের তীর থেকে।
অকপটে কইলে কথা-
থমকে যাবে মেঘ,
ঈশান কোণে নিশান দেখে
আবেগ বশে ছোঁড়া কথাই
অধিকার নই, অপমানের ওজন হোক।
মনের আয়না ভাঙা যার
তারই হাতে মরণ আমার।।
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x