|
---|
এক সময় অশ্রু ঝরতো
যেমন ঝরে পাতা
সেদিন আমি বিরূৎ ছিলেম
আজ কলমী লতা।
ব্যথায় বোঝা হৃদপিন্ড
শুকিয়ে কঠিন ,লাল
আমরা কাঁদতে ভুলেই গেছি
এখন আকাল।
রক্ত আজ কঠিন বারুদ
অশ্রু হিমালয়
সামনে শমন ,পিছলে বমন
ভয় আর শুধু ভয়।
জানের ভয় করিনাকো
সেটাও মৃতপ্রায়
দূরে দেখি অনেক শ্লোগা
নদী যেনো মদের তুফান
অভুক্ত চোখ,বিলুপ্ত শোক
ভাইয়ের মাংস খায়।
পেটের ভিতর বর্ণমালা
হযবরলর বিষম খেলা
দুর্ভিক্ষের টুঁটি টেপে
দূর শিক্ষার ভাই
গোটা দেশ ঘুরে দেখো
হালুম মুখে পুরে রেখো
নরপিশাচ মুচকি হেসে
প্রেমিকাকে ভালোবেসে
গোলাপ কিনে দেয়
গোলাপ তো নয় প্রলাপ যেনো
পারলে বুকে কামান হেনো
কলজে টাকে সাজিয়ে নিয়ে
তাতে একটু আতর দিয়ে
প্যাঁচের পরে প্যাঁচ ঘুরিয়ে
ভালোবাসা নেয়।
উলুক দেশের মুলুক গেলো
চোখের পানি আগুন হলো
সুখে কাঁদে কষ্টে হাসে
এমন জমানায়
হিসেবটা তো মেলেনা নারে
ছেলের হাতে মা যে মরে
নেশার যন্ত্রনায়।